ঝিনাইদহের হানিফপুর সড়কটির বেহাল দশায় দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

- আপডেট সময় : ১১:৩০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
মাত্র ৩ কিলোমিটার সড়ক। কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ৮ গ্রামের মানুষের। রাস্তায় একদিকে যেমন শুষ্ক মৌসুমে থাকে ধুলোর ঝড়, তেমনি বর্ষায় রূপ নেয় কর্দমাক্ত দুর্ভোগে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি দুই দশকেও।
গ্রামের শেষ মাথায় পাকা সড়ক অথচ ভেতরে ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার ভয়াবহ চিত্র। দেখলে মনে হয় গ্রামের মাঝ দিয়ে চলে গেছে মেঠো কোন পথ। ভাঙ্গাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামে। অথচ আড়াই কিলোমিটার এই রাস্তা দিয়েই চলাচল করে অন্তত ৮ গ্রামের মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই রাস্তাটি পুরোপুরি কাদায় ভরে যায়। ভোগান্তিতে পড়ে স্কুলগামীরা। মাঠ থেকে ফসল তোলা থেকে শুরু করে জীবনের জরুরি কাজগুলো প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় দুই দশকেও সরকারের উন্নয়ন পরিকল্পনায় থাকা সত্ত্বেও রাস্তাটি পাকা হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, চলতি অর্থবছরে রাস্তাটি পাকাকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাস হলেই কমবে দুর্ভোগ।
হানিফপুর গ্রামে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। পাশের কুসুমপুর, গুড়দাহ, পোড়াপাড়া, ইশেলডাঙ্গাসহ অন্তত ৮টি গ্রামের মানুষ এ পথ দিয়ে চলাচল করে।