ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও একজন নিহত হয়েছে।
স্বজনদের অভিযোগ, গেল রাতে জুলফিকার কাইছার টিপুর সমর্থক সারুটিয়া গ্রামের মেহেদি হাসান স্বপন নামের ওই যুবককে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয় প্রতিপক্ষরা। পরে রাতে তাকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।





















