ঝিনাইদহের মহেশপুরে এক সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুরে এক সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। সকালে মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে একটি বাড়ির রান্না ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই গ্রামের কৃষক আলামিনের রান্না ঘরে তার শ্যালিকা সোহানা খাতুন ও চাচাতো ভাই সাঈদের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আলামিনের শ্যালিকা সোহানা খাতুন তার বাড়িতে থাকত। কয়েকমাস ধরে তার চাচাতো ভাই সাঈদের সাথে সোহানার প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।























