ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে

- আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গৃহবধূর স্বজনরা মরদেহ দাফন না করে ৪ দিন ধরে বিক্ষোভ করেছে।
স্বজনরা জানায়, ২১ মে বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে ইউপি সদস্য মোঃ কুদ্দুস হোসেন তার স্ত্রী রুনা লায়লাকে পিটিয়ে হত্যা করে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ ঘরের আড়ায় ঝুলিয়ে পুলিশকে খবর দেয়া হয়। এদিকে, খবর পেয়ে উপজেলার ডহশংকর গ্রাম থেকে ছুটে আসেন স্বজনরা। তারা এ ঘটনায় ইউপি সদস্য মোঃ কুদ্দুসের বিরুদ্ধে হত্যা মামলা দিতে গেলে পুলিশ প্রথমে মামলা নেয়নি। পরে মরদেহ নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখলে শনিবার রাতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা নেয় পুলিশ। এদিকে, এ ঘটনার পর থেকেই ওই ইউপি সদস্য– ঘটনার সাক্ষী তার দুই শিশু সন্তান নিয়ে আত্মগোপনে রয়েছেন। পরে গেলরাতে ওই গৃহবধুর মরদেহ দাফন করা হয়।