ঝালকাঠির বিষখালী নদীর ভাঙ্গনে দিশেহারা মানুষ

- আপডেট সময় : ০৪:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
করোনা ভয়াবহতার মধ্যে হঠাৎ করেই বিষখালী নদীর ভাঙ্গনে দিশেহারা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শতশত মানুষ। নদীর তীব্র ভাঙ্গনে নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। দুই-তিন দিনেই কাঠালিয়া লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধসহ শত বছরের পুরানো আউরা হাট, জয়খালী, চিংড়াখালীসহ বেশ কিছু অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। ভিটে-মাটি হারানো লোকদের অভিযোগ, ভাঙ্গনরোধে ও ফসলি জমি রক্ষায় কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
বিষখালী নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। মাত্র দুই-তিন দিনেই কাঠালিয়া লঞ্চঘাট এলাকার ভবরিবাধসহ শত বছরের পুরানো আউরা হাট, জয়খালী, চিংড়াখালী, কাঠালিয়া, বড় কাঠালিয়ার বেশ কিছু ঘর-বাড়ী ও স্থাপনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী লঞ্চ টার্মিনাল, বাজার, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান বহু বসতবাড়ি, মসজিদ এবং কয়েকশ একর ফসলী জমি ও গাছপালা।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাঠালিয়া উপজেলা পরিষদসহ পুরো উপজেলার ২০/৩০ কিলোমিটার বিষখালী নদীর তীরে অবস্থিত। উপজেলা পরিষদ সংলগ্ন প্রায় ২ থেতে ৩ কিলোমিটার এলাকায় কোন বাধ নেই। যেসব এলাকায় বাধ রয়েছে সেই সব এলাকায় ভাঙ্গন রয়েছে। বাধগুলাকে মেরামত না করা হলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।
নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
বিষখালী নদী ভাঙ্গন রোধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন করবে এমনটা প্রত্যাশা নদী পাড়ের বাসিন্দাদের।