জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ

- আপডেট সময় : ০৩:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে গ্যালাক্টিকোরা। আর রিয়াল বেটিসের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছ বার্সালোনা। গোল না পেলেও সতীর্থদের তিনটি গোলেই অবদান রাখেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।
বেটিসের মাঠে দুইবার পিছিয়ে পড়েও জয় পেয়েছে বার্সেলোনা। বেটিসকে দুবার এগিয়ে নিয়েছিলেন সার্জিও ক্যানেলেস আর নাবিল ফেকির। ম্যাচের ৬ মিনিটেই স্পট কিক থেকে বেটিসকে লিড এনে দেন ক্যানেলেস। ডি ইয়ংয়ের গোলে সমতায় ফিরলেও ২৬ মিনিটে আবারো পিছিয়ে পড়ে বার্সা। তবে, শেষ রক্ষা হয়নি রিয়াল বেটিসের। পরে সার্জিও বুস্কেটস আর লেংলেটরা বার্সেলোনার জয় নিশ্চিত করেন। এদিকে, পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান অক্ষুণ রেখেছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পরেও ওসাসুনাকে হারিয়েছে ৪-১ গোলে। রিয়ালের হয়ে একটি গোল করেছেন ইস্কো, সার্জিও রামোস, ভাজকেস ও লুকা জোভিস