জয় পেয়েছে বার্সেলোনা, জুভেন্টাস ও আর্সেনাল

- আপডেট সময় : ০১:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে জয় পেয়েছে বার্সেলোনা, জুভেন্টাস ও আর্সেনাল। লা লিগায় ঘরের মাঠে এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা। সিরি আয় বোলোগনার বিপক্ষে ২-০ গোলের জয় জুভেন্টাসের।
আর ইপিএলে লিডসকে ৪-১ গোলে জিতেছে আর্সেনাল। ক্যাম্প নূতে এলচের বিপক্ষে শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। স্কোরশিটে নাম তোলেন ফেরান হুতগ্লা। তিন মিনিট পর ব্যবধান বাড়ান গাভিরা।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় এলচে। ৬২ আর ৬৩ মিনিটে দুই গোল দিয়ে ম্যাচে সমতা আনে সফরকারীরা। তবে, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি এলচের। ৮৫ মিনিটে গঞ্জালেসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এদিকে, ইতালিয়ান লিগ সিরি আতে খেলা ছিল জুভেন্টাস। অ্যাওয়ে ম্যাচে ওরা মুখোমুখি হয় বোলোগনার। ম্যাচের বয়স ৫ মিনিট পার হতেই লিড পেয়ে যায় তুরিণের ওল্ড লেডিরা। আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় লিগের সফলতম দলটা। ৬৯ গোল করে দলের জয় অবদান রাখেন কুয়াদ্রো। এই জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এলো জুভেন্টাস।