জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু বাংলাদেশের

- আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ’র দল। বাংলাদেশের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট সফরকারীরা।
টেস্ট ও ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও দুর্বার বাংলাদেশ, প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে। ৪৮ রানে জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মাহমুদউল্লাহ’র দল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে সৌম্য-লিটনের ব্যাটিং ঝড়ে ৩ উইকেটে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ৬২ রানে অপরাজিত ছিলেন সৌম্য। লিটনের উইলো থেকে আসে ৫৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শফিউল-মোস্তাফিজের আঘাত। দলীয় ৩৭ রানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেস্টা করেছিলেন কামুনহুকাময়ে ও শন উইলিয়ামস। কিন্তু সফল হননি। এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আমিনুল বিপ্লব। ৬৯ রানে ৫ উইকেট হারানো দলকে আর টেনে তুলতে পারেনি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।