জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু বাংলাদেশের

- আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু বাংলাদেশের। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ’র দল। বাংলাদেশের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫২ রানে অলআউট সফরকারীরা। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে সৌম্য-লিটনের ব্যাটিং ঝড়ে ৩ উইকেটে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ৬২ রানে অপরাজিত ছিলেন সৌম্য। লিটনের উইলো থেকে আসে ৫৯ রান।
টেস্ট ও ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও দুর্বার বাংলাদেশ, প্রথম টি-টুয়েন্টিতে জিম্বাবুয়েকে হারিয়ে। ৪৮ রানে জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো মাহমুদউল্লাহ’র দল। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তামিম ইকবাল ও লিটন দাস। ওয়ানডের দুর্দান্ত ফর্মকে টি-টুয়েন্টিতেও টেনে আনলেন এই দুই ওপেনার। গড়লেন ৯২ রানের জুটি।
ব্যক্তিগত ৪১ রানে তামিম ফিরলেও, ৩১ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন ইনফর্ম লিটন দাস। সিকান্দার রাজার শিকার হওয়ার আগে ওপেনারের উইলো থেকে আসে ৩৯ বলে ৫৯ রান। তৃতীয় উইকেটে সৌম্য সরকারকে নিয়ে লড়াই চালান ধারাবাহিকতার প্রতীক মুশফিকুর রহিম। কিন্তু টেকেনি বেশিক্ষণ। তাদের ৪০ রানের প্রতিরোধ ভাঙে ৭ বলে ১৭ করে মুশফিক ফিরলে।
পরে মাহমুদউল্লাহ’র সাথে জুটি বেধে দলকে বড় সংগ্রহ এনে দেন সৌম্য সরকার। ক্যারিয়ার সেরা ৬২ রানে অপরাজিত ছিলেন সৌম্য। সঙ্গে মাহমুদউল্লাহ’র ৯ বলে ১৪ রানের কল্যাণে ৩ উইকেটে ২০০ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শফিউল-মোস্তাফিজের আঘাত। দলীয় ৩৭ রানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়ার চেস্টা করেছিলেন কামুনহুকাময়ে ও শন উইলিয়ামস। কিন্তু সফল হননি। এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আমিনুল বিপ্লব।
৬৯ রানে ৫ উইকেট হারানো দলকে আর টেনে তুলতে পারেনি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তিনটি করে উইকেট নিয়েছেন বিপ্লব ও মোস্তাফিজুর রহমান। চলতি বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছিলেন এই সিরিজ থেকেই প্রস্তুতি চান। প্রথম টি-টুয়েন্টি জয়ে সে পথে অন্তত এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।