জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল ও লিভারপুল

- আপডেট সময় : ০২:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো আর্সেনাল ও লিভারপুল। উদ্বোধনী ম্যাচে ফুলহামকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর ১৬ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে আসা লিডস ইউনাইটেডের বিপক্ষে ৪-৩ গোলের জয় বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের।
৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে দারুন জয়ে মিশন শুরু করলো চ্যাম্পিয়ন লিভারপুল। মোহামেদ সালাহর হ্যাটট্রিকে শেষ পর্যন্ত স্বস্তির জয় দিয়েই লিগের মুকুট ধরে রাখার অভিযান শুরু করেছে ইয়ুর্গেন ক্লপের দল। অন্যদিকে ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা লিডস ইউনাইটেডও উপহার দিল দারুণ এক ফুটবল। অ্যানফিল্ডে জমজমাট এই লড়াইয়ের প্রথমার্ধেই হয় পাঁচ গোল। সালাহর হ্যাটট্রিকের দুটি গোল আসে পেনাল্টি থেকে, লিভারপুলের আরেক গোলদাতা ভার্জিল ফন ডাইক। লিডস ইউনাইটেডের হয়ে গোলগুলো করেন জ্যাক হ্যারিসন, প্যাটট্রিক ব্যামফোর্ড ও মাতেউস। অন্য ম্যাচে ফুলহামের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পায় আর্সেনাল। আলেকজান্দ্রে লাকাজ, গ্যাব্রিয়েল আর অবামেয়াং এর গোলে জয় দিয়েই মৌসুম শুরু করে মিকেল আর্তেতার দল।