জয়ের ধারায় ফিরল প্যারিস সেন্ট জার্মেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০৭ বার পড়া হয়েছে
জয়ের ধারায় ফিরল প্যারিস সেন্ট জার্মেই। ফ্রেঞ্চ লিগার ম্যাচে লিলের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে মেসিরা।
ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে মার্কিনিয়োসের শটে বল ধরে রাখতে পারেননি লিলের গোলরক্ষক। কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান পেরেইরা। ২৮তম মিনিটে সমতায় ফেরে লিলে। চার মিনিট পরেই মেসির কর্নার থেকে হেড করে ফাঁকা জালে বল পাঠান ডিফেন্ডার এম্পাম্বে। ৩৮তম মিনিটে স্কোরলাইন ৩-১ করেন মেসি। ডি-বক্সে ঢুকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন খুদে জাদুকর। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে এটি মেসির দ্বিতীয় গোল। এরপরে পেরেইরা ও এম্বাপ্পে আরো দুটি গোল করলে ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারিসিয়ানরা।










