জয়ের খবরটি জো বাইডেনের কাছে পৌঁছে দেন তার নাতনি

- আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জয়ের প্রথম খবরটি জো বাইডেনের কাছে পৌঁছে দেন তার নাতনি নাওমি। এদিকে বাইডানের জয়ে উল্লাসে মেতেছেন তার পূর্ব পূরুষের এলাকাবাসী। আয়ারল্যান্ডের ছোট একটি শহর বাল্লিনা। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যগুলোতে চলছে ডেমোক্র্যাটদের আনন্দ উল্লাস।
জো বাইডেন স্থানীয় সময় গতকাল শনিবার বেশির ভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
বাইডেনের ডেমোক্র্যাট প্রচার শিবিরের একটি সূত্র বলেছে, নাতনি নাওমিই বাইডেনকে সুখবরটা প্রথম জানিয়েছিলেন। নাওমিই প্রথম সুখবরটা দেন তারা নানাকে। জানান, নির্বাচনে তিনি জিতে গেছেন। এরপরই বাইডেনের সঙ্গে আনন্দঘন মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেন নাওমি। সেখানে নাতি-নাতনিদের দলের মধ্যমণি বাইডেনকে দেখা গেছে।
আয়ারল্যান্ডের ছোট একটি শহর বাল্লিনা। সেখানে মাত্র ১০ হাজার লোকের বসবাস। শহরের সড়কে গাড়ি নিয়ে আনন্দ মিছিল, ব্রিজে লোকসমাগম। সবাই খুশিতে রাস্তায় নেমে আনন্দ–উল্লাস আর হইচই করছে।
শহরটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনের বিজয় উদ্যাপন করছে। উদ্ যাপনের কারণ, এই শহর বাইডেনের পূর্বপুরুষের শহর। এ শহরের উত্তরসূরি পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন। এ জন্য রাস্তায় বেরিয়ে তারা নাচানাচি করছে, শ্যাম্পেইন ছিটিয়ে আনন্দ–উল্লাস করছে তারা।
এছাড়া অঙ্গরাজ্য ডেলওয়্যার, পেনসেলভেনিয়া, ফেলাডেলফিয়া, নিউইয়র্ক, নেভাদাসহ বেশিরভাগ জায়গায় যেখানে যেখানে জো বাইডেন জিতেছেন, সেখানে বিজয়ের মুহূর্ত উদযাপন করেছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। রাস্তায় নেমে তারা এই উল্লাস উদযাপন করেন।