জয়পুরহাটে মাদক কারবারির দুই গ্রুপের গোলাগুলিতে শীর্ষ মাদক কারবারি ডালিম নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটে মাদক কারবারির দুই গ্রুপের গোলাগুলিতে এসএম রুবেল ওরফে ডালিম নামে এক শীর্ষ মাদক কারবারি নিহত হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, সদর উপজেলার ভুটিয়াপাড়া কদমতলী এলাকার পাশে পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এসময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায় পুলিশ। তখন ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মৃত অবস্থায় ডালিমকে দেখতে পায় পুলিশ। এসময় তার পাশ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, ২০০ বোতল ফেন্সিডিল ও ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাদক কারবারিদের দুই গ্রুপের দ্বন্দে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ সুপার।