জয়পুরহাটে এবারেও বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ জামাই মেলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলালের আয়মাপুর গ্রামে এবারেও বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ জামাই মেলা
অগ্রহায়ন মাসে ফসল ঘরে তোলার আনন্দে মেয়ে ও জামাইদের উদ্দেশ্যে এ মেলার আয়োজন। এখন আর শুধু মেয়ে-জামাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সব পর্যায়ের আত্মীয়দের দাওয়াত দেয়া হয়। মেলায় যোগ দেন আশপাশের দশ গ্রামের শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। মেলায় শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা-চরকিসহ অনেক কিছু। বিক্রি হচ্ছে শিশুদের খেলনা, কসমেটিক্স, নিত্য প্রয়োজনীয় তৈজষ ও আসবাপত্র। মেলায় আছে রকমারী স্বাদের মিঠাই- মিষ্টান্নের দোকান।