জ্বীনের বাদশা নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় একজন গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয়ে গুপ্তধন পাইয়ে দেয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব।
সকালে শহরের আরাপপুর এলাকা থেকে মাজেদুল ইসলামে নামের ওই প্রতারককে গ্রেফতার করে রেব জানায়, সদর উপজেলার হরিপুর গ্রামের নাসির উদ্দিনের সাথে বন্ধুত্ব গড়ে তোলে শহরের উদয়পুর গ্রামের ওই প্রতারক । কয়েকমাস পুর্বে নাসির উদ্দিনের পুকুরে পিতলের কলসির মধ্যে থাকা কোটি টাকা মূল্যের সম্পদ জ্বীনের মাধ্যমে উদ্ধার করে দেয়ার কথা বলে কৌশলে ৭ লাখ টাকা হাতিয়ে নেয় সে। ভুক্তোভোগী নাসির প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। পরে ভুক্তোভোগী নাসির সদর থানায় প্রতারণা মামলা করে।