নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিএনপি’র বিক্ষোভ

- আপডেট সময় : ০৭:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
জ্বালানী তেলের মূল্য ও পরিবহন ভাড়াসহ নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এসময় কয়েক জেলায় পুলিশী বাধার মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। সমাবেশে জ্বালানি তেলের দাম ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং লোডশেডিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানান নেতারা।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। সকালে নগরীর শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বরিশাল নগরীর দলীয় কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতারা জ্বালানী তেলের মূল্য কমিয়ে আনাসহ বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান। এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যোগ দেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ।
ফরিদপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আজম খানসহ আরো অনেকে। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
জ্বালানি তেলের দামবৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে নাটোর জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ অফিসের সামনে গেলে পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ করেন।
ভোলায় পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও চলমান লোডশেডিংয়ের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি। এসময় জ্বালানী তেল ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবি জানান নেতারা।
একই ইস্যুতে জামালপুরে বিক্ষোভ করে জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঘন ঘন লোডশেডিং, সার ও তেলসহ সকল নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে গাইবান্ধা জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি প্রতিবাদে সুনামগঞ্জেও বিক্ষোভ করেছে বিএনপি।