জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
খুলনা ও বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপি।
দুপুরে খুলনায় দলীয় কার্যালয়ে সামনে ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বিএনপি। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, সরকারের উদাসীনতা এবং দলের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি পাচ্ছে লাগামহীনভাবে।
এদিকে, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য এবং অতিরিক্ত পরিবহণ ভাড়া প্রত্যাহারসহ নিত্যপণ্যর দাম কমানোর দাবিতে দুপুরে বরিশাল দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহানগর বিএনপি।