জ্বালানি তেলের দাম ও ভাড়া বাড়ানো সরকারের সাজানো নাটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জ্বালানি তেলের দাম ও ভাড়া বাড়ানো সরকারের সাজানো নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার জনগণের পকেটের টাকা লুট করে বিদেশে পাচার করছে বলেও অভিযোগ করেন তিনি।
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এক মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার পকেটমার সরকার। পরপর দু’বার তারা জনগণের পকেট কেটেছে। একবার ডিজেলের দাম বাড়িয়ে, দ্বিতীয়বার বাসের ভাড়া বৃদ্ধি করেছে।’ জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের চরিত্রই হচ্ছে লুট করা।’ এসময় জ্বালানি তেল ও বাস-লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মহানগর ও ১২ নভেম্বর জেলা-জেলায় বিক্ষোভের ডাক দেন বিএনপি মহসচিব।