জ্বালাও পোড়াও শক্তি এখনও সক্রিয় : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
২০১৪ সালে যারা জ্বালাও পোড়াও শক্তি এখনও সক্রিয় আছে, এদের প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
দুপুরে হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, শিগগিরই ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। এছাড়াও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পরে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন ক্ষতিগ্রস্থ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শণ করেন। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।