জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বমি নিয়ে ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, ঝালকাঠি ও নড়াইলে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও বমি নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নির্ধারিত ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আইসোলেসনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। ডাক্তার ফজলে রাব্বি জানান, মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীকে বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়।
ঝালকাঠির কাঠাঁলিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে তিন বছর বয়সী শিশু আবির সরদারের মৃত্যু হয়েছে। এ মৃত্যুর খবর পেয়ে এলাকায় ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। শিশুটি গত ২-৩ দিন ধরে জ্বরে ভুগছিলো। মঙ্গলবার দেখা দেয় ডায়রিয়া। শিশুটি বাড়িতে মারা যায়।
সর্দি, কাশি, শাসকষ্ট ও বমি নিয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ১৫ মিনিটের মধ্যে শওকত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে তিনি নড়াইলে একটি প্রাইভেট চেম্বারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করছিলেন। অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় মঙ্গলবার রাত পৌনে ৯ টার দিকে নড়াইল সদর হাসপাতালে ভর্তির পর ওয়ার্ডে নেয়ার সময় তার মৃত্যু হয়।

















