জ্বর সর্দি কাশি ও শ্বাসকস্টে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জ্বর সর্দি কাশি ও শ্বাসকস্টে সাংবাদিক আসলাম রহমানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ভোরের কাগজের এই সিনিয়র রিপোর্টার।
স্বজনরা জানান, কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন আসলাম রহমান। বুধবার মুগদা হাসপাতালে করোনা টেস্ট করান তিনি। টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছিলো। করোনা শনাক্ত না হওয়ায় বাসায় স্বাভাবিক জীবনযাপন করছিলেন।গতকাল হঠাৎ আবার শ্বাসকস্ট শুরু হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিকদের মধ্যে প্রথম মারা যান সাংবাদিক হুমায়ুন কবির খোকন এবং উপসর্গে মাহমুদুল হাকিম অপু এবং সর্বশেষ আসলাম রহমানের মৃত্যু হলো।