জ্বর ও শ্বাসকষ্টে টাঙ্গাইল ও কুমিল্লায় ২ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে টাঙ্গাইল ও কুমিল্লায় ২ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
টাঙ্গাইল পৌর এলাকার ১৫নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাত ৮টার দিকে শাহ আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন জানান, শাহ আলম ৫ বছর আগে মালয়েশিয়া থেকে এসেছে। সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। এর আগে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তবে সে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রমাপদ রায় জানান, খবর পেয়ে সাথে সাথে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃতের বাড়িটিসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগরে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবকের দাফন করেছে প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই যুবকের মৃত্যু হয়। দাফন শেষে মরদেহ বহনকারী স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিইগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। এইচ.এস.সি পরীক্ষার্থী রায়হান মুরাদনগর উপজেলার বলিঘর গ্রামের মোখলেছুর রহমান ছেলে। তার জ্বর, শ্বাসকষ্ট এবং প্রচন্ড ব্যথার উপসর্গ ছিলো। এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ছিল কিনা সেটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। পরে বলিঘর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেন ইউএনও।