জোড়াতালি মেরামতে ভোগান্তি বেড়েছে বরিশাল-ভাঙ্গা সড়কে

- আপডেট সময় : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বরিশাল থেকে ফরিদপুরে ভাঙ্গা পর্যন্ত সড়কের বেহাল দশায় যাত্রী ভোগান্তি বেড়েছে। জোড়াতালির মেরামতে তা বেড়েছে আরও কয়েকগুণ। সড়কের পিচ পাথর সরে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। সড়কটিকে সাময়িকভাবে চলাচলের উপযোগী করতে ইট ফেলে খানাখন্দ ভরাট করে ওপরে ফেলা হচ্ছে বালু, এরপর দেয়া হচ্ছে পিচের প্রলেপ।
কুয়াকাটা বরিশাল ঢাকার মূল সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে পরিণত হয়ে আছে।এক লাইনের সড়কে এই খানাখন্দ যেনো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ অঞ্চলের চলাচলকারীদের। প্রতিবছর পাঁচ থেকে সাতবার সড়ক মেরামত করা হয়। কিন্তু মাস ঘুরতেই আগের অবস্থায় ফিরে যায়। সাময়িক সংস্কার অর্থের অপচয় ছাড়া আর কিছু নয়। কুয়াকাট-ঢাকা পরিবহন চালকরা বলছেন, সড়কের যে অবস্থা তাতে বাস চালাতে অনেক ঝুঁকি হচ্ছে, যাত্রীরা আতঙ্কে থাকেন ।
বরিশাল থেকে গৌরনদীর ভুরঘাটা পর্যন্ত ৪৯ কিলোমিটার সড়ক বরিশাল সড়ক ও জনপদ বিভাগের আওতায়, বাকিটা ফরিদপুর সওজের অধীনে।
সড়কে প্রতিনিয়ত চলাচলকারী’সহ সকলের দাবি খুব দ্রুত সংস্কার করে উন্নয়নের ছোঁয়া এবং ভোগান্তি থেকে স্থায়ীভাবে মুক্তি দেয়ার ।