জোড়া গোলে ডুসেলডর্ফকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বুন্দেসলিগায় টানা অষ্টমবারের মতো শিরোপার আরও কাছে বায়ার্ন মিউনিখ। এবার ঘরের মাঠে গোল উৎসব করেছে বাভারিয়ানরা। লেভান্দোস্কির জোড়া গোলে ডুসেলডর্ফকে ৫-০ গোলে হারিয়েছে বায়ার্ন।
অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন মিউনিখ। যদিও প্রথম গোল আসে প্রতিপক্ষে খেলোয়াড়ের আত্মঘাতী গোলে। এরপর ম্যাচের ২৯ মিনিটে স্বাগতিকদের স্কোর লাইন ২-০ করেন বেঞ্জামিন পাভার। পরের সময়টাতেও ডুসেল ডর্ফকে নিয়ে যেন ছেলেখেলা করে বায়ার্ন। ৪৩ আর ৫০ মিনিটে লেভান্দোস্কির কল্যাণে ৪-০ গোলের লিড পায় স্বাগতিকরা। আর ৫২ মিনিটে আলফনসো ডেভিসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্স ফ্লিকের শিষ্যরা। এ জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ১০ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড।