জেলা-উপজেলায় দেয়া হচ্ছে শিশুদের করোনা টিকা
																
								
							
                                - আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
 - / ১৬৩৩ বার পড়া হয়েছে
 
শুরু হয়েছে শিশুদের টিকা দেয়ার কর্মসূচি। জেলা-উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুরা এর আওতায় আসবে। ভ্যাকসিন দেয়া হবে ২২ অক্টোবর পর্যন্ত।
ফেনী জেলার বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে সেন্টারে কার্যক্রম উদ্বোধন হয়। সুরক্ষায় রেজিস্ট্রেশন করে শিডিউল মোতাবেক সকল উদ্দীষ্ট শিক্ষার্থীদের টিকা গ্রহন করার জন্যে শিক্ষক ও অভিভাবকদের নির্দেশ রয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ জানান, শিশুদের প্রথম টিকাদান কর্মসূচিতে যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। প্রস্তুত রয়েছে মেডিকেল টিম। তবে এখন পর্যন্ত কোথাও সমস্যা হয়নি।
বাগেরহাটে কোমলমতি শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। ভ্যাকসিনেশনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত স্বাস্থ্য বিভাগ। এক লাখ ৯০ হাজার ৯৫২ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে ।
টাঙ্গাইলে সকল প্রাইমারি ও বেসরকারি স্কুলে এ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন।
																			
																		














