জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের মৃত্যুদন্ড কার্যকর

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচী কার্যালয়ে বোমা হামলার মামলায় আসাদুজ্জামান চৌধুরী পনিরকে মৃত্যুদন্ড দেয় আদালত। ওই বোমা হামলায় ৮ জন নিহত এবং আহত হয় অন্তত ৪০ জন। এ ঘটনায় জেএমবি সদস্য আসাদুজ্জামান পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। এরমধ্যে নেত্রকোনা থানার মামলায় ঢাকা দ্রুত ট্রাইবুনাল আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আইনি প্রক্রিয়া শেষে জেএমবি সদস্য আসাদুজ্জামান পনিরকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।