জুলাই সনদের বিরোধিতা বিএনপি কখনো করেনি: মির্জা ফখরুল

- আপডেট সময় : ০২:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
যারা গণতান্ত্রিক শক্তির বিপক্ষে, যারা জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয় তারাই নির্বাচন বিলম্ব করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদের বিরোধিতা বিএনপি কখনো করেনি বলেও অভিমত ব্যক্ত করেন দলটির মহাসচিব।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিকে সংস্কার বিরোধী বলে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, কিন্তু দেশের জনগণ এতে সাড়া দিচ্ছে-না। সংস্কার কমিশনের অনেক নতুন নতুন প্রস্তাব সামনে এনে সময় নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে দুর্বল করার কোনো প্রস্তাব সংস্কারের মূল আকাংখার সঙ্গে সাংঘর্ষিক। পুলিশ সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি। ঐক্যমত কমিশনের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ করার বিষয়ে বিএনপি সংস্কার কমিশনের সঙ্গে একমত হয়েছে।