জুনেই উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৯:০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
জুনের শেষেই স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে। সেতুর টোলের হার নির্ধারণের ব্যাপারেও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি। সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এসব কথা জানান ওবায়দুল কাদের।
স্বপ্নের পদ্মা সেতু চালুর অপেক্ষায় পুরো দেশের মানুষ। সংযোগ সড়ক আগেই নির্মাণ করা হয়েছে। সেতুতে শেষ স্প্যান বসেছে দেড় বছর আগে।এখন চলছে সেতুরতে শেষ সময়ের কাজ। মূল সেতুর কাজ শেষ হবে চলতি মাসেই। তারপর শুধু অপেক্ষা যানবাহন চলাচলের।
এমন বাস্তবতায়, রাজধানীর বনানীর সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
পরে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সভায় বেশকিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। তবে সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু।
পদ্মা সেতু উদ্বোধন নিয়ে ধোঁয়াশার কোনো কারণ নেই বলেও জানান সেতুমন্ত্রী।
সেতুর নামকরণ প্রসঙ্গেও কথা বলেন ওবায়দুল কাদের।