জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন

- আপডেট সময় : ০৭:০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। আইনজীবীরা জানান, তার শারীরিক অসুস্থ্যতার বিষয়টি উল্লেখ করে, উন্নত চিকিৎসার জন্য লণ্ডনে যাওয়ার আগ্রহ প্রকাশ করে নতুন এই জামিন আবেদন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। আবেদন জমা দেন খালেদা জিয়ার প্যানেল আইনজীবী সগির হোসেন লিয়ন। এর আগে, জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ১২ ডিসেম্বর খারিজ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। এরপর আপিলে বিচারাধীন থাকা অবস্থায় ফের হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে জামিনের এই আবেদন করা হয়েছে। এর আগে, ২০১৮ সালের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে গত বছরের ৩১ জুলাই এই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।