জিয়ার খেতাব কেড়ে নিলে মুক্তিযোদ্ধাদের পরিচয়ও নিরাপদ থাকবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬৩৩ বার পড়া হয়েছে
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব কেড়ে নিলে অন্য মুক্তিযোদ্ধাদের পরিচয়ও নিরাপদ থাকবে না বলেও শঙ্কা প্রকাশ করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় নজরুল ইসলাম জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার বিদেশ গমনে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে উন্নত চিকিৎসার দাবি জানান তিনি। আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির রাষ্ট্রের প্রধান আইন কর্তাকে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করার বিস্ময় ও ক্ষোভ জানান তিনি। এটা সংবিধান পরিপন্থী বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত সাংবাদিকের মৃত্যুতে গভীর দুংখ প্রকাশ করে এর বিচার দাবি করেন নজরুল ইসলাম খান।
























