জিয়াউর রহমান মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা দখলকারীরা জাতির পিতাকেই শুধু হত্যা করেনি, বিজয়ের ইতিহাসকেও বিকৃত করেছে। তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমানই প্রথম মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের জাতীয় শোক দিবস আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, তখন টাকা দিয়েও খাবার পাওয়া যাবে না।
জাতীয় শোক দিবস স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করে দলের সহযোগী ছাত্রলীগ। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোচনার শুরুতেই দেশের আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুর সহযোগী হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কথা স্মরণ করেন তিনি। তুলে ধরেন দুঃসময়ে ছাত্রলীগকে সংগঠিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভুমিকার কথা।
প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্রনী ভুমিকার কথা উল্লেখ করে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
বিশ্বের বর্তমান সংকট পরিস্থিতি আরও ভয়াবহ অবস্থা হবে বলে সতর্ক করেন সরকার প্রধান।
পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপস