জিয়াউর রহমানের সমাধি চন্দ্রিমা উদ্যান থেকে অপসারণের দাবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি চন্দ্রিমা উদ্যান থেকে অপসারণের দাবি জানিয়েছে ১৯৭৭ সালের সামরিক অভ্যুত্থানে নিহত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্বজনরা। সকালে চন্দ্রিমা উদ্যানে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা।
বক্তারা জিয়াউর রহমানের মরোনোত্তর বিচারসহ ৭ দফা দাবী তুলে ধরে বলেন, ১৯৭৭ সনের ২ অক্টোবরের অভ্যুত্থানে সেনা ও বিমান বাহিনীর ১১শ’ ৫৬ সদস্যকে ফাঁসি, কারাদন্ড ও চাকরীচ্যূত করা হয়েছে। তাদের সবাইকে নির্দোষ ঘোষণা করে শহীদের মর্যাদা দেয়ার দাবি জানানো হয়। এর পাশাপাশি তাদের পদোন্নতি দিয়ে বর্তমান বেতন স্কেলে পেনশন দেয়ারও দাবি জানানো হয়।