জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে খেলার কথা থাকলেও হঠাৎ করেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন এই উইকেট রক্ষক ও ব্যাটসম্যান।
জানা গেছে, মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হওয়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। এর আগে জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন মুশফিক। তবে জিম্বাবুয়ের জৈব সুরক্ষাবলয় থেকে বেরিয়ে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজের আগে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে। এতে সময় মতো অস্ট্রেলিয়া সিরিজের জন্য দলের সঙ্গে জৈব সুরক্ষাবলয়ে থাকতে পারবেন না তিনি। ফলে সিদ্ধান্ত বদলে টি-টুয়েন্টিতেও খেলছেন মুশফিক- ২৪ ঘন্টা আগেই এমনটা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রধান নির্বাচকের বক্তব্যের একদিন না পেরোতেই আবারও সিদ্ধান্ত বদলালেন মুশফিক।