জিম্বাবুয়ের বিপক্ষে ড্র করেছে বিসিবি একাদশ

- আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দুই দিনের প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ড্র করেছে বিসিবি একাদশ। জিম্বাবুয়ের দেয়া ২৯১ রানের জবাবে বিসিবি একাদশ ৫ উইকেটে ২৮৮ রান তুলতেই দুই অধিনায়ক ড্র মেনে নেয়।
সাধারণত দুই দিনের ম্যাচে ড্র হওয়াই নিয়তি। ব্যতিক্রম হয়নি এ ম্যাচেও। জিম্বাবুয়ের বিপক্ষে শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। ইনিংস সূচনা করতে ওপেনিংয়ে নামে মোহাম্মদ নাইম শেখ ও পারভেজ ইমন। কিন্তু বেশিদূর যেতে পারেননি নাইম। ১৭ বলে ১১ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। অগ্রজ সঙ্গী আউট হয়ে গেলেও নির্ভিক চিত্তে খেলতে থাকেন ইমন। কিন্তু অপরপ্রান্তে দেখতে থাকেন যুব দলে তার সতীর্থদের আসা যাওয়া। দলীয় ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এরপর আল আমিনের সঙ্গে জুটি বেধে ঘুরে দাঁড়ায় তানজিদ হাসান। বিপর্যয়ের মধ্যে শেষ পর্যন্ত আল-আমিন জুনিয়র আর তানজিদ আহমেদের জোড়া সেঞ্চুরিই দুই দিনের ম্যাচটিকে নিয়ে যায় ড্রয়ের দিকে। এর আগে প্রথম দিনের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে জিম্বাবুয়ে। দিন শেষে তারা ৭ উইকেটে ২৯১ রান জমা করে দ্বিতীয় দিনে ইনিংস ঘোষণা করে।