জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
হারারে টেস্টে রান পাহাড়ের চূড়ায় বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৪৭৭ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। জবাবে ব্যাট করছে স্বাগতিকরা। শেষ খবর পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান।
ওপেনার কাইতানোকে শূন্য রানে ফেরান তাসকিন আহমেদ। এর আগে ১ উইকেটে ২৮৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম ও সাইফ হাসান। ৪৩ রানের বেশি করতে পারেননি সাইফ। তবে, দ্বিতীয় উইকেটে সাদমান ও নাজমুল শান্ত’র অবিচ্ছ্বিন্ন ১৯৬ রানের জুটিতে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে সাদমান অপরাজিত ছিলেন ১১৫ রানে। আর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতকে শান্ত অপরাজিত ১১৭-তে। প্রথম ইনিংসে ৪৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৬ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।