জিতেও সেমিফাইনালে যেতে পারল না দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জিতেও সেমিফাইনালে যেতে পারল না দক্ষিণ আফ্রিকা। রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৮৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রান করেছেন রাসি ফন ডার ডাসেন। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৯০ রান। এই বড় লক্ষ্য তাড়ায় প্রায় কাছাকাছি চলে গিয়েছিল ইংলিশরা। কিন্তু শেষ ওভারে ইংল্যান্ডকে জিততে দিলেন না কাগিসো রাবাদা। তুলে নিলেন টি-টোয়েন্টিতে নিজের প্রথম হ্যাটট্রিক। রাবাদার হ্যাটট্রিকে ১০ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ-১ এর লড়াই। এই ম্যাচের পরেই দুই সেমিফাইনালিস্ট পেয়ে গেল বিশ্বকাপ। ইংল্যান্ডের সঙ্গে সেমিতে গেল অস্ট্রেলিয়া।