জিএম কাদের ও চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

- আপডেট সময় : ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৬৪০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে দায়ের করা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ রবিবার (২৬ মে) মামলাটি আমলে নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্যে জড়িত ছিলেন এবং অর্থ আদায়ের ক্ষেত্রে ভয়ভীতি প্রদর্শনসহ ডাকাতির মতো অপরাধ করেছেন।
এ মামলায় আরও যেসব ব্যক্তির নাম রয়েছে, তারা সবাই জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা অথবা সংশ্লিষ্ট ছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদিনী নাজমিন সুলতানা তুলি বলেন, আওয়ামী সরকারের পতন হলেও এখনও তারা বিভিন্নভাবে শক্তি সঞ্চয়ের চেষ্টায় লিপ্ত। আমি দীর্ঘদিন ট্রমায় ভুগেছি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্নের শিকার হয়েছি। যারা রাজনীতিকে কলুষিত করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।