রকেট হামলায় নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ আসছে না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
বাংলার সমৃদ্ধি জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ আসছে না। বৈরি আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অতিরিক্ত তুষারপাতে বিমানের নির্ধারিত শিডিউল বাতিল হয়েছে। পিছিয়ে গেছে হাদিসুর রহমানের মরদেহ আনার সময়। টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান হাদিসুরের মরদেহ নিয়ে আজ ঢাকায় অবতরণ করার কথা ছিলো। শুক্রবার ভোরে ইউক্রেনের বাংকার থেকে হাদিসুরের মরদেহ একটি ফ্রিজিং গাড়িতে মলদোভায় পাঠানো হয়। ঢাকায় হাদিসুরের মৃতদেহ পৌঁছালে বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় নিয়ে যাওয়া হবে জন্মস্থান হোসনাবাদ গ্রামে। ইউক্রেনে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত হন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।