জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত

- আপডেট সময় : ০৭:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জাতির পিতা ও মুক্তিযুদ্ধ নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের মেয়র পদ থাকবে কিনা, দু’একদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে, জেলা পরিষদ চেয়ারম্যানদের ৫ বছরের মেয়াদ শেষে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ দেয়ার বিধান রেখে আইনের সংশোধনের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সোমবার সচিবালয়ে বসে মন্ত্রিসভা বৈঠক। গণভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অনুমোদন পায়- একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া, জেলা পরিষদ সংশোধন আইন। পেশ করা হয় মন্ত্রণালয় ও বিভাগগুলোর দুই হাজার বিশ-একুশ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন।
বৈঠকের সিদ্ধান্ত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, মন্ত্রণালয়গুলোতে কাজের গতি ফেরানোর নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।
তিনি জানান, মেয়াদ শেষ হলে পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে জেলা পরিষদ চেয়ারম্যানদের। প্রশাসক বসানোর বিধান রেখে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
পদ্মা সেতুতে যান চলাচল ২০২২ সালের জুন মাসের মধ্যে শুরু হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এদিকে, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, তার মেয়র পদে থাকা না থাকা নিয়ে আইন পর্যালোচনা করছে সরকার।
একটি ভাইরাল অডিওতে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীরের বক্তব্য নিয়ে তোলপাড় হয় গাজীপুরে। এ ঘটনায় তাকে ১৯ নভেম্বর আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।