জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত : মাহদী আমিন
- আপডেট সময় : ১০:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
বিএনপি ও প্রশাসনের বার বার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত ঘটেছে-এমন দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহদী আমিন। অভিযোগ করে করে তিনি বলেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিতর্কমুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন চায় বিএনপি। বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ায় স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতাকর্মীরা। এতে নিহত হন জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। রাতে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসেও।



















