জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি বিচ্ছেদের নাটক করছে : আমু

- আপডেট সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি সম্পর্ক বিচ্ছেদের নাটক করছে। এতে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু। আর, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তান থেকে পরিচালিত হয়। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব মহিলা লীগ আয়োজিত শোক দিবসের এই আলোচনা সভা।
আপস..আব্দুর রহমান।
আলোচনায় বিএনপি-জামায়াতে ইসলামী পাকিস্তান থেকে পরিচালিত হয় মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উলম হানিফ বলেন এ দুটি দল কখনও আলাদা হতে পারে না।
প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, বিএনপি-জামায়াতের বিচ্ছেদের নাটকে কোনো লাভ হবে না।
এদিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত শোক সভায় আরেক প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলো।
বাংলাদেশে যতদিন বিএনপি জামায়াত থাকবে ততোদিন দেশে ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।