জামালপুর শহরে ভয়াবহ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের

- আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
একদিকে নিয়ন্ত্রণহীনভাবে ব্যাটারী চালিত অটোরিকসার বেপরোয়া চলাচল, অপরদিকে প্রধান সড়কের ফুটপাত দখল করে মালামাল উঠা-নামানোর ফলে জামালপুর শহরে ভয়াবহ যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। পৌর কর্তৃপক্ষ আগামী মাস থেকেই অটোরিকসার যানজটের সমাধানে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।
জামালপুর শহরে যেখানে সর্বোচ্চ ৫শ’ অটোরিকসা চলাচল করতে পারে, সেখানে বেসরকারী হিসেবে গড়ে ৪ হাজার অটোরিকসা চলাচল করছে।আর এদের বেশীর ভাগেরই নেই লাইসেন্স, চালকরাও অদক্ষ। যত্রতত্র রিকশা পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এতে চরম ভোগান্তিতে পড়েছে শহরবাসী।
যানজট নিরসনে শহরের পাশ-দিয়ে বাইপাস সড়ক নির্মাণসহ বংশখালের উপর দিয়ে রাস্তা নির্মাণের দাবি সুশীল সমাজের এই প্রতিনিধির।
আগামী মাসেই লাল ও সবুজ রংয়ের অটোরিকসা চালুসহ ফুটপাত দখল মুক্ত করার কথা জানান পৌর মেয়র।
শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।