জামালপুর থেকে কোরবানীর পশু পরিবহনে দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জামালপুর থেকে কোরবানীর পশু পরিবহনে দুটি ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগান্তি কম হওয়ায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে পশু পরিবহন করার সুযোগ পেয়ে খামারি ও ব্যবসায়ীরা খুশি।
ঈদ উপলক্ষে খামারি ও প্রান্তিক কৃষকদের পশু সহজে পরিবহনের জন্য ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে চার’শ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম স্পেশাল ট্রেন। দ্বিতীয়টিতে ইসলামপুর থেকে ১৮, মেলান্দহে তিনটি ও ময়মনসিংহ থেকে ৩৬৪টি গরু উঠানো হয়। কম খরচ ও নিরাপদে পশু পরিবহন করতে পারায় বেশ খুশি সবাই।
ইসলামপুর থেকে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। প্রতিটিতে ১৬টি গরু নেয়া যাবে।