জামালপুর জেনারেল হাসপাতালে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে রোগীদের চিকিৎসা
 
																
								
							
                                - আপডেট সময় : ০৪:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১১১ বার পড়া হয়েছে
জামালপুর জেনারেল হাসপাতালের ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ে ছাদের রড বের হয়ে আছে। দেয়ালের বিমেও বিভিন্ন স্থানে ফাটলের ফলে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। এমন পরিস্থিতিতে সেখানে চলছে রোগীদের চিকিৎসা। ফলে সব সময় ঝুঁকিতে থাকতে হয় রোগী, চিকিৎসক, নার্স ও কর্মচারীদের।
জামালপুর জেনারেল হাসপাতালের ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ায় ভেতরের রড ও ইটের সুরকি দেখা যাচ্ছে। দেয়ালের বিমজুড়ে বড় বড় ফাটল। চিকিৎসকদের কক্ষগুলোও ঝুঁকিপূর্ণ। একই অবস্থা প্যাথলজি বিভাগের কক্ষের। ঝুঁকিপূর্ণ ভবনেই বহির্বিভাগের সব চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে রোগীদের। তাই দ্রুত নতুন ভবন নির্মানের দাবী সংশ্লীষ্টদের।
দুই বছর আগে ওই ভবন ঝুঁকিপূর্ণর বিষয়টি বার বার কতৃপক্ষকে জানানো হয়। কিন্ত এখনো কোন প্রকার পদক্ষেপ না নেওয়ায় ডাক্তারা জীবনের ঝুকি নিয়েই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
২০২১ সালে গণপূর্ত বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
ভবনের ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, ঝুঁকিতে থাকতে হয় রোগীদের

 
																			 
																		










