জামালপুরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের স্বেচ্ছাসেবা সপ্তাহ শুরু হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের মাসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং এ সামাজিক কর্মসূচি জামালপুরে শুরু হয়েছে।
সকালে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে ৫ বিএনসিসি ব্যাটালিয়নের সামাজিক কর্মসূচিতে রক্তদান কর্মসূচী, লিফলেট, মাক্স ও স্যানিটাইজার বিতরণ করা হয়। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীসহ অনেকে। এ সময় বক্তারা, ডেঙ্গুজ্বর ও করোনা প্রতিরোধে সকলকে সচেতন করেন। এই ক্যাম্পিংয়ে বিএনসিসির ১৫০ জন ক্যাডেট অংশ নেন। ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত।