জামালপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে ১ হাজার ৪৭৩টি গৃহ নির্মাণের কাজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উপলক্ষ্যে জামালপুরে ১ হাজার ৪৭৩টি গৃহ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দুই কক্ষের আধাপাকা প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলায় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ সংশ্লিষ্ট অনেকে। এ সময় গৃহনির্মাণ কাজের গুণগত মান নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। নির্দেশ দেয়া হয়, যাতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব ঘর নির্মাণ কাজ শেষ করা হয়। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ৭টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে সরকার।



















