জামালপুরে চালু হচ্ছে ৫ বছর মেয়াদী তৃণমূল ফুটবলারদের আবাসিক প্রশিক্ষণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৭১ বার পড়া হয়েছে
জামালপুরে চালু হচ্ছে ৫ বছর মেয়াদী তৃণমূল ফুটবলারদের আবাসিক প্রশিক্ষণ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বিদেশি কোচের মাধ্যমে প্রান্তিক খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়া হবে।
জামালপুর ছাড়াও মাগুরা ও রাজশাহীতে চালু হতে যাচ্ছে দুটি ফুটবল একাডেমির কার্যক্রম। রাজশাহী একাডেমিতে প্রশিক্ষণ দেয়া হবে নারী ফুটবলারদের। আবাসিক সুযোগ সুবিধা দেয়াসহ বিদেশী কোচদের মাধ্যমে ফুটবল প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এতে নতুন ফুটবল খেলোয়ার তৈরি হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফুটবল একাডমেরি প্রশক্ষিণ শুরু হলে যুবসমাজ মাদক ছেড়ে মাঠে মনোনিবেশ করবে। এমন প্রত্যাশা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের।
ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে পাবে বাংলাদেশ। আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল এগিয়ে যাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

























