জামালপুরের নন্দীর বাজার-বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক সড়কের কাজ শেষ হয়নি দীর্ঘ চার বছরেও
 
																
								
							
                                - আপডেট সময় : ০৩:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
জামালপুরের নন্দীর বাজার-বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক সড়কের কাজ শেষ হয়নি দীর্ঘ চার বছরেও। সড়কটিতে অব্যাহত খোঁড়াখুঁড়িতে ছোট-বড় হাজারো গর্ত আর খানাখন্দে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তিতে তিন জেলার প্রায় ১০ লাখ মানুষ। কর্তৃপক্ষ বলছে সড়ক নির্মানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
২০১৮ সালে শেরপুরের নন্দীরবাজার মোড় হতে জামালপুরের বকশীগঞ্জ হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়ক দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্ত দীর্ঘ চার বছরেও কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। এতে ভাঙ্গাচোরা বেহাল সড়কে ঝুকিঁ নিয়ে চলছে দুর পাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন।
এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনা। ফলে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে সড়কে চলাচলকারী লাখ লাখ মানুষ । তাই সড়কটিতে দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবী তাদের।
ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন ও মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং চলতি মাস থেকেই কাজ শুরু করবে বলে জানিয়েছেন, সড়ক ও জনপদের এই নির্বাহী প্রকৌশলী।
দ্রুত সড়কের কাজ শেষ করার দবি জানিয়েছে স্থানীয়রা।

 
																			 
																		
















