জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি

- আপডেট সময় : ০৪:৫৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে। এর আগে শাহনেওয়াজ শাহান শাহকে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে লাঞ্ছিত করেছেন দেওয়ানগঞ্জ পৌর মেয়র মো. শাহনেওয়াজ শাহান শাহ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ব্যাপক প্রচার হওয়ায় আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন এবং বিষয়টি সংগঠনের জন্য বিব্রতকর বলে মনে করে দলটি। সংগঠনের শৃঙ্খলার স্বার্থ এবং অসাংগঠনিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ হতে বহিষ্কার পূর্বক অব্যাহতি দেয়া হলো।তবে অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র বলেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানা এই পৌরমেয়র।