জাবির শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারসহ ২৪ ঘন্টার মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারসহ ২৪ ঘন্টার মধ্যে হল খুলে দেয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় এখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও গেরুয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবনসহ বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের ছুটির কারণে আন্দোলনের কোন কর্মসূচি দেয়নি শিক্ষার্থীরা। ঘটনার ৩দিন পেরিয়ে গেলেও কোন পক্ষ এখনো থানায় মামলা হয়নি। গ্রামবাসীর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় দ্বিতীয় দিনের মত সকল দোকানপাট বন্ধ রেখেছে গেরুয়া বাজারের ব্যবসায়ীরা।
















